
ছবি: সংগৃহীত
ব্যান্ডপার্টিসহ শতাধিক গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে শোডাউন দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কমিটিতে পদ পাওয়ার পর সোমবার (২৪ মার্চ) দুপুরে প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে এসে জেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি।
তিনি সৈয়দপুর বিমানবন্দরে নেমে ব্যান্ডপার্টিসহ গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে শোডাউনে অংশ নেন।শোডাউনে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির পঞ্চগড় জেলার নেতাকর্মী ও সমর্থকরা। যাত্রা পথে সাকোয়া, বোদা, দেবীধস, তেঁতুলিয়া ও পঞ্চগড়ে পথসভা করে নিজ উপজেলা আটোয়ারীতে জাতীয় নাগরিক কমিটির ইফতার মাহফিলে যোগ দেন সারজিস।
শোডাউনে দেবীগঞ্জের সদরের বিজয় চত্বরে পথসভায় সারজিস আলম বলেন, আগামীতে বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে, মার্কা দেখে ভোট দেবে না। এত দিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন। ভোটের আগের দিন যান আর কিছু টাকা ধরিয়ে দেন। আর ভোটের পরে যেকোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকেন। নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না।
পরে তেঁতুলিয়ার পথ সভায় বক্তব্য দেন সারজিস। তেঁতুলিয়ায় সারজিস বলেন, “নতুন একটা বাংলাদেশ, একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে আপনারা আমরা এক সঙ্গে আন্দোলন করে পতন ঘটিয়েছি। এখন আমাদের নতুন বাংলাদেশের পেছনে ফিরে তাকানোর আর সুযোগ নেই। সামনে এগিয়ে যেতে হবে। আপনাদের সন্তান, নাতি-নাতনি কিংবা ভাইয়ের বয়সী এখানে যারা ছাত্রজনতা রয়েছে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই নতুন বাংলাদেশ নিয়ে এসেছে”।
তিনি আরও বলেন, যেই তরুণ প্রজন্ম এতো বড় একটা আন্দোলন নেতৃত্বে দিয়ে নতুন একটা বাংলাদেশ নিয়ে এসেছে এই তরুণ প্রজন্ম অবশ্যই আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে। যেই তরুণ প্রজন্মের সাহস, সততা, ন্যায়-নিষ্ঠা এবং দৃঢ়তা আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশে অনেক বেশি আপসহীন নেতা হবে।
সারজিস বলেন, নেতা একটা মানুষ, ফেরেশতা নয়। তাকে দোষ ধরিয়ে দিতে হবে। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।
মেহেদী হাসান