
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় ওপেনার তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হলেও, আপাতত তাকে হাসপাতালেই থাকতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে বেশ কিছু সময়, এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে কখন তিনি মাঠে ফিরতে পারবেন।
মঙ্গলবার দুপুরে সাভার কেপিজি হাসপাতালের চিকিৎসকরা এই তথ্য জানান। তামিমের মারাত্মক হার্ট অ্যাটাকের পর, সবার নজর ছিল হাসপাতালের দিকে। হার্টে রিং পড়ে তামিমকে বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সকালেই সাভার কেপিজি হাসপাতালে গিয়ে তামিমের শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, "তামিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং শঙ্কা কাটলেও, এখনই হাসপাতাল ছাড়ার বিষয়টি ঠিক হবে না।"
তামিমের মাঠে ফেরার প্রশ্নে চিকিৎসকরা জানিয়েছেন, "তামিমকে নরমাল কাজকর্মে ফিরতে অন্তত তিন মাস সময় দিতে হবে, অর্থাৎ খেলাধুলায় অংশগ্রহণের জন্য তাকে পর্যাপ্ত সময় প্রয়োজন।" তবে, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে তামিম সপ্তাহ খানেক হাঁটাচলা ও বাড়িতে বিশ্রাম নিতে হবে।
প্রসঙ্গত, গতকাল ২৪শে মার্চ বিকেএসপির ডিপিএল ম্যাচে খেলার সময় অসুস্থ হয়ে পড়েন তামিম। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে, সেখানে তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গেই একটি রিং বসানো হয়।
এদিকে, ক্রিকেটপ্রেমীরা এখন একমাত্র জানতে চাইছেন, তামিম কবে আবার ২২ গজে ফিরবেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তামিমের শারীরিক সুস্থতা নিশ্চিত হওয়া পর্যন্ত মাঠে ফেরার তারিখ ঘোষণা করা সম্ভব নয়।
সূত্র: https://www.youtube.com/watch?v=xvnRnMhcEXU
আবীর