ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

হাতিয়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় প্রধান আসামী আটক

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া

প্রকাশিত: ১৫:৫২, ২৫ মার্চ ২০২৫; আপডেট: ১৫:৫৫, ২৫ মার্চ ২০২৫

হাতিয়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় প্রধান আসামী আটক

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় প্রধান আসামী লাবলুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলা সদর ওচখালীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 
আটক লাবলু উপজেলার নলচিরা ইউনিয়নের দাসের হাট গ্রামের মহি উদ্দিনের ছেলে। এর আগে এই ঘটনায় শুক্রবার (২১ মার্চ) রাতে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। তাতে আসামী করা হয় উপজেলার নলচিরা ইউনিয়নের দাসের হাট গ্রামের মহি উদ্দিনের ছেলে মোঃ লাবলু, সাহাব উদ্দিনের ছেলে মো: হাসান ও একই এলাকার মঞ্জু মাঝির ছেলে রুবেল উদ্দিনকে।
 
লিখিত অভিযোগে জানা যায়, মেয়েটি বিদ্যালয়ে আসা যাওয়ার সময় প্রায় উত্যক্ত করা হতো। এই বিষয়ে সামাজিকভাবে বিচার চাওয়া হলে ক্ষিপ্ত হয়ে উঠে অভিযুক্তরা। রাতে প্রাকৃতিক কাজে ঘরের বাহিরে এলে পিছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে তারা। এতে লজ্জায় অপমানে বিষপানে আত্মহত্যার চেষ্ঠা করে ১০ শ্রেণীর এই ছাত্রী। মুমুর্ষ অবস্থায় সেই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার ২০ (মার্চ) ঘটনাটি ঘটে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে।

এই বিষয়ে ভুক্তভোগীর পিতা জানান, মেয়েকে উত্যক্ত করার বিষয়ে সামাজিকভাবে কয়েকজনকে বলা হয়েছে। তাতে তারা ক্ষিপ্ত হয়ে রাতে মেয়েকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছে। অভিযুক্ত তিনজন এলাকায় অনেক অপকর্মের সাথে জড়িত। তিনি আরো জানান, তার মেয়ে  খুবই অসুস্থ। সে মানসিকভাবেও ভেঙ্গে পড়েছে।
 
হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ভোক্তভোগী স্কুল ছাত্রীর পিতা থানায় একটি অভিযোগ দিয়েছে। সেই অভিযোগ মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে। এস আই মোঃ মিনহাজুল আবেদিন এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আজ মামলার প্রধান আসামীকে আটক করে। অন্য আসামীদের আটকে অভিযান অব্যাহত আছে।

আবীর

×