ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

নামাজ পড়ে তামিমের জন্য দোয়া করেছেন সাকিবের বাবা

প্রকাশিত: ১৫:৩৭, ২৫ মার্চ ২০২৫

নামাজ পড়ে তামিমের জন্য দোয়া করেছেন সাকিবের বাবা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা আজ হাসপাতালে তামিম ইকবালের সাথে দেখা করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন।

হাসপাতালে উপস্থিত হয়ে সাকিব আল হাসানের বাবা সাংবাদিকদের বলেন, "তামিম ভালো আছে, আলহামদুলিল্লাহ। এখন খুব শীঘ্রই বাসায় শিফট করতে পারবে।" এসময় সাংবাদিকরা জানতে চান, সাকিবের সঙ্গে তামিমের কথা হয়েছে কিনা। সাকিব আল হাসানের বাবা সোজাসুজি উত্তর দেন, "ওর (সাকিব) সঙ্গে কথা হয়েছে কিনা আমি জানি না, তবে তামিম ভালো আছে।"

এসময়, সাংবাদিকরা মন্তব্য করেন, "তামিমও তো আপনার ছেলের মতো।" সাকিব আল হাসানের বাবা এই মন্তব্যের উত্তর দেন, "তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। ইকবাল ভাই (তামিমের বাবা) তো আমার খেলার বন্ধু। অতএব, তামিমের মায়ের বিয়ের আগে আমাদের সম্পর্ক ছিল।"

তিনি আরও বলেন, "তামিমকে দেখে আমি তার জন্য দোয়া করেছি। গতকালও আমি নামাজ পড়ে তার জন্য দোয়া করেছি। সাকিব আল হাসানের মা তামিমের জন্য দোয়া চেয়েছেন।"

এ সময় তামিম ইকবালের পরিবারের প্রতি সাকিব আল হাসানের পরিবারও গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতার জন্য সবাই একযোগে দোয়া করেছেন।

আবীর

×