
ছবি: সংগৃহীত
গতকাল সোমবার (২৪ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম ইকবাল খান। হার্টে রিং পরানোর পর তার সার্বিক অবস্থা আশাব্যঞ্জক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কেপিজে স্পেশালাইডজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, 'ক্রিটিক্যাল পিরিয়ড’ পেরিয়ে তামিম এখন অনেকটাই সুস্থ আছেন।
এদিকে তামিম ইকবালের দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসানের জন্মদিন ছিল গতকাল। জন্মদিনে সাকিব আল হাসান তার বন্ধু তামিম ইকবালের জন্য দোয়া চেয়েছেন। নিজের ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ' তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!'
জন্মদিনে সাকিব আল হাসান আরও লিখেছেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ।'
তাদের দুজনের একসঙ্গে পথচলা আরও দীর্ঘ হোক, এমন আশাবাদ ব্যক্ত করে সাকিব আরও লিখেছেন, 'তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।'
সূত্র: https://www.facebook.com/share/p/14jPJBEZaR/
রাকিব