ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চায় না দেশ: ড. শফিকুল ইসলাম মাসুদ

প্রকাশিত: ০০:৫০, ২৫ মার্চ ২০২৫

নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চায় না দেশ: ড. শফিকুল ইসলাম মাসুদ

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, “প্রিয় দেশ আর কোনো নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চায় না। বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তিনি আরও বলেন, “সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত।”

ইমরান

×