
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের পোশাক শ্রমিকসহ সাধারণ যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে উত্তরবঙ্গের পার্বতীপুর পর্যন্ত ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে।আগামী বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে জয়দেবপুর জংশন থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস শুরু হবে।
সংশ্লিষ্ট সুত্র জানায় জয়দেবপুর জংশন থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচল করবে (৯/১০ নম্বর) একজোড়া বিশেষ ট্রেন। উত্তরবঙ্গের এই ট্রেনের যাত্রীরা পার্বতীপুর জংশনে নেমে রংপুর-দিনাজপুর-নীলফামারী-লালমনিরহাট ও কুড়িগ্রাম যাওয়ার সংযোগ ট্রেন পেয়ে যাবেন। ফিরতি পথেও সংযোগ ট্রেনের সুবিধা থাকবে।সেভাবেই ট্রেনের সময়সূচি সাজানো হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক পত্রে সোমবার (২৪ মার্চ) এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ওই পত্রে বলা হয় ঈদের আগে ২৭ মার্চ থেকে ২৯ মার্চ তিন দিন ও ঈদের পরের দিনের পরদিন হতে ৪ এপ্রিল পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেন।
জয়দেবপুর জংশন থেকে পার্বতীপুর পর্যন্ত যাত্রা পথে উভয়পথে ট্রেনটি থামবে মাত্র ৫টি রেলষ্টেশনে। ষ্টেশনগুলো হলো চাটমোহর,ঈশ্বরদী বাইপাস,নাটোর, সান্তাহার ও জয়পুরহাট।
সময় সূচীর ক্ষেত্রে জানানো হয়- ঈদের আগে বিশেষ ট্রেন (নম্বর ৯) ২৭ থেকে ২৯ মার্চ তিন দিন জয়দেবপুর থেকে ছাড়বে রাত ৯টায়। পার্বতীপুর পৌছাবে রাত ২টা ৪৫ মিনিটে। আবার বিশেষ ট্রেন (নম্বর ১০) পরেরদিন পার্বতীপুর ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে এবং জয়দেবপুর পৌছবে দুপুর ২টা ২০ মিনিট। এই সময়সূচিতে ঈদের আগের তিনদিন ট্রেনটি চলাচল করবে ।
অপরদিকে ঈদের একদিন পরের পরদিন থেকে ৪ এপ্রিল পর্যন্ত ট্রেনটি (নম্বর ৯) জয়দেবপুর ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে। পার্বতীপুর পৌছবে দুপুর ২টা ৫০ মিনিটে। আবার (ট্রেন নম্বর ১০) পার্বতীপুর ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে। জয়দেবপুর পৌছবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
এই ট্রেনের টিকেট অনলাইনে পাওয়া যাবে। ট্রেনে ৮/১৬ রেকের বগিতে একসাথে যেতে পারবেন ৫৭৯ জন যাত্রী। এরমধ্যে ট্রেনের ক বগিতে ৫২ জন, খ, গ,ঙ,চ ও ছ বগির প্রতিটিতে ৮০ জন করে ও ঘ বগিতে ৬০ জন এবং জ বগিতে ৬৭ জন।
আফরোজা