ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

৭১ এর আকাঙ্ক্ষা পূরণ করাই ২৪ এর উদ্দেশ্য: সারোয়ার তুষার

প্রকাশিত: ২৩:০৯, ২৪ মার্চ ২০২৫

৭১ এর আকাঙ্ক্ষা পূরণ করাই ২৪ এর উদ্দেশ্য: সারোয়ার তুষার

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, "৭১'কে এভয়েড করার কোন সুযোগ নেই, কারণ ৭১ আমাদের ভিত্তি এবং এটি আমাদের রাজনৈতিক গোষ্ঠীর সকল আন্দোলন সংগ্রামের কেন্দ্রে রয়েছে।" তিনি আরও বলেন, "আমরা বারবার বলেছি, ৭১ বিনিময়যোগ্য নয়, এবং ৭১ এর আকাঙ্ক্ষাকে পূর্ণতা দেওয়া কিংবা পরিপূর্ণ করাই ২৪ এর কাজ।"

গতকাল একটি আলোচনাসভায় তিনি আরও উল্লেখ করেন, "৭১ এর মুক্তিযুদ্ধের পরবর্তী যে রাজনৈতিক বন্দোবস্ত হয়েছিল, তা সফল হয়নি। বিশেষ করে, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ৭১-এর পরবর্তীতে যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেগুলো বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। এ কারণেই আমরা বলি যে, ৭১ এর আকাঙ্ক্ষা পূরণ করাই ২৪ এর উদ্দেশ্য।"

তিনি আরো বলেন, "আমরা সংবিধান সংস্কার কমিশনের মূলনীতিতে যখন প্রস্তাব দিয়েছি, তখন 'সাম্য' ও 'সামাজিক ন্যায়বিচার' ফিরিয়ে আনার কথা বলেছি, কারণ এর মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শকে ফিরিয়ে আনা সম্ভব। এজন্যই আমরা রাজপথে স্লোগান দেই, '৭১ মরে না, ২৪ হারেনা', যার মানে হল, ৭১ ও ২৪ একে অপরের সাথে সম্পর্কিত, একটি আরেকটিকে রিপ্লেস করতে পারে না।"

এসময়, সারোয়ার তুষার ৭১-এর মুক্তিযুদ্ধের আদর্শ ও আকাঙ্ক্ষাকে জীবিত রাখার গুরুত্বের ওপর জোর দেন এবং দাবি করেন যে, ২৪ এর লক্ষ্য হচ্ছে এই আদর্শের পূর্ণ বাস্তবায়ন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/1UUge3Ehi4/

মারিয়া

×