
ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগী কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়।
২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি। উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আয়েত আলী এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমেনা আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভায় ২০ জন, উত্তর ইউনিয়নে ৪০ জন, দক্ষিণ ইউনিয়নে ১৬০ জন, মোগড়া ইউনিয়নে ১২০ জন, মনিয়ন্দ ইউনিয়নে ১৫০ জন এবং ধরখার ইউনিয়নে ১০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি উন্নত জাতের উফশী বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
মারিয়া