
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরের ভান্নারা এলাকায় দোকান লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দোকান মালিক মনির হোসেন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। কারখানার গেটের পাশেই তার একটি পাইকারি বা হোলসেল দোকান রয়েছে। ভান্নারা এলাকায় রোববার শ্রমিক আন্দোলনের মুখে তার পাইকারী মুদি দোকানের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগে করেন সংবাদ সম্মেলনে। তিনি সাংবাদিকদের জানান প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে।
সংবাদ সম্মেলনে মনির হোসেন আরও জানান রোববার ভান্নারা এলাকার দেইয়্যু বাংলাদেশ লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আন্দোলনরত শ্রমিকদের সাথে বহিরাগতদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়। এসময় শ্রমিকরা কারখানা ভাঙচুরের পাশাপাশি রাশেদুলের নেতৃত্বে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই দোকান থেকে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেন তিনি ।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভান্নারা বাজার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্থানীয় মাতব্বর খোরশেদ আলম, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি লিটন হোসেনসহ এলাকাবাসী।
আবীর