
ছবি: সংগৃহীত
ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে রিকশার চলাচল নিয়ন্ত্রণে ঢাকার ট্রাফিক বিভাগ নতুন একটি পদক্ষেপ গ্রহণ করেছে। সড়কে বসানো হচ্ছে রিকশা ট্র্যাপার, যাতে রিকশাচালকরা সড়কগুলোতে চলাচল করতে না পারে। তবে, বাস্তবে এই উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে দেখা যাচ্ছে নানা সমস্যা।
প্রাথমিকভাবে রমনা পুরনো থানার সামনে এবং ইস্কাটন গার্ডেন সড়কের মুখে ট্র্যাপার বসানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ট্র্যাপারগুলোর মাধ্যমে রিকশার চাকা আটকে গিয়ে এগুলো সড়ক পার করতে পারবে না। তবে বাস্তব পরিস্থিতিতে, বেশিরভাগ রিকশাচালকরা ট্র্যাপারের ফাঁক দিয়ে বা পাশ দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছে।
রিকশাচালকরা বলছেন, "ট্রাপারের ফাঁক দিয়ে রিকশা চালানো যায়, তাই তারা আটকা পড়ছে না।" এমনকি কিছু চালক আইন মানছেন না এবং ট্র্যাপারের বিপরীত পাশ দিয়ে রিকশা চালিয়ে চলে যাচ্ছেন। এক রিকশাচালক অভিযোগ করেছেন, "কিছু সার্জেন্ট টাকা নিয়ে রিকশা ছাড়িয়ে দেয়, আর কিছু চালক অবৈধভাবে পার হয়ে যায়। আমি নিয়ম মেনে চলি, তাই পার হতে পারছি না।"
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ট্র্যাপারগুলো পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে এবং যদি এটি সফল হয়, তবে শহরের অন্যান্য সড়কেও এটি বসানো হবে। তবে, এখনও প্রশ্ন রয়ে গেছে—এই উদ্যোগ কি সফল হবে, নাকি এটি শুধু একটি ব্যর্থ প্রচেষ্টা হয়ে থাকবে।
সূত্র: https://www.youtube.com/watch?v=2lcUlE9PBZI
আবীর