ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে, কেন বললেন মির্জা ফখরুল

প্রকাশিত: ২০:২৬, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ২০:২৭, ২৪ মার্চ ২০২৫

সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে, কেন বললেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

আজ সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশকে আবার অস্থিতিশীল ও বিপদে নিমজ্জিত করবার জন্য চক্রান্ত হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোও বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে।’

এর পিছনে একমাত্র উদ্দেশ্য হিসেবে ফ্যাসিস্ট সরকারের আমলের মতো বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌমত্ব বিপন্ন করা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি, আমাদের সেই দেশপ্রেমী সেনাবাহিনী, যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে।’

সূত্র: https://www.youtube.com/watch?v=2bbqhUV5bsM

রাকিব

×