ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

দক্ষিণগাঁও গ্রিন মডেল টাউনের খালি প্লটে পাওয়া গেল মরদেহ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:১০, ২৪ মার্চ ২০২৫

দক্ষিণগাঁও গ্রিন মডেল টাউনের খালি প্লটে পাওয়া গেল মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রঞ্জু শেখ (৪৫)। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

রবিবার বেলা ১১টার দিকে দক্ষিণগাঁও গ্রিন মডেল টাউনের খালি প্লট থেকে অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রবিবার  মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। 

সোমবার (২৪ মাচ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে স্বজনরা মরদহের পরিচয় শনাক্ত করেন।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রবিবার বেলা ১১ টার দিকে দক্ষিনগাঁও গ্রিন মডেল টাউনের ১১ নম্বর রোডের ১১ নম্বর প্লট থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় লাল গামছা দিয়ে বাধা ছিল। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। 
ধারণা করা হচ্ছে, দুইদিন আগে অজ্ঞাত দুস্কৃতকারীরা ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে স্বজনরা মরদহ শনাক্তের পরিচয় শনাক্ত করেন। নিহতের চাচাতো ভাই মো. রনি শেখ জানান, তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামে। বাবার নাম মৃত হাফিজার শেখ। রঞ্জু বর্তমানে খিলগাঁও মেরাদিয়া কুটুমবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ব্যাটারিচালিত রিকশা চালাইতেন তিনি। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।

তিনি আরও জানান, গত শুক্রবার ২০ মার্চ বিকেল ৩টার দিকে রিকশা নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন রঞ্জু। এরপর আর বাসায় ফিরেনি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি। খিলগাঁও থানাসহ বিভিন্ন থানায় যোগাযোগ করা হয়। সোমবার বিকেলে সবুজবাগ থানা পুলিশ একটি মরদেহ উদ্ধার করার কথা জানায়। এরপর আজ  ঢাকা মেডিকেল মর্গে এসে রঞ্জুর মরদেহ দেখতে পান তারা। তার রিকশাটি পাওয়া যায়নি। রঞ্জকে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা, এমন অভিযোগ তাদের।

হায়দার/শহীদ

×