ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

আপনারা কখনো মনোবল হারাবেন না, আমরা সব সময় আপনাদের পাশে থাকবো: সেনাপ্রধান

প্রকাশিত: ১৬:০৫, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ১৬:০৬, ২৪ মার্চ ২০২৫

আপনারা কখনো মনোবল হারাবেন না, আমরা সব সময় আপনাদের পাশে থাকবো: সেনাপ্রধান

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, জেনারেল ওয়াকার-উজ-জামান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল সন্ধ্যায় রাজধানীর সেনা মালঞ্চে আয়োজিত এক ইফতার মাহফিলে এ আশ্বাস প্রদান করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গণঅভ্যুত্থানে আহত কয়েক হাজার শিক্ষার্থী। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরে বলেন, "আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে, আমরা সব সময় আপনাদের পাশে থাকবো, আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নেই।"

এ পর্যন্ত সেনাবাহিনী আহত ৪২০০ শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে। তিনি জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসা এবং আর্থিক সহায়তা চলমান থাকবে এবং তাদের মনোবল ধরে রাখার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেয়া হবে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1KzoyBZAuH/

মারিয়া

×