ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনি শহীদ শিশুদের স্মরণে দৃকের সংহতি সমাবেশ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৩, ২৪ মার্চ ২০২৫

ফিলিস্তিনি শহীদ শিশুদের স্মরণে দৃকের সংহতি সমাবেশ

ছবিঃ সংগৃহীত

পশ্চিমা রাষ্ট্রগুলোর মদদে ইসরায়েলি যুদ্ধাপরাধ ও চলমান গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনি শহীদ শিশুদের স্মরণে সোমবার সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে দৃক পিকচার লাইব্রেরির আয়োজনে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজায় নিহতের সংখ্যা ইতিমধ্যে ৫০ হাজার ছাড়িয়ে গেছে, যার মধ্যে ১৭ হাজারই শিশু। তাদের স্মরণে ‘শিশুদের জন্য আমরা’ সংগঠন শিশুদের নিয়ে সংহতি প্রকাশ করেছে দৃকের সহকর্মীরা। গাজার শিশুদের নিয়ে শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের কবিতা এবং আলোকচিত্রী শহিদুল আলমের বক্তব্যের মাধ্যমে এই নির্বিচার শিশু হত্যার প্রতিবাদ তুলে ধরা হয়।

শহিদুল আলম তার বক্তব্যে বলেন, "আজকে যেমন বাচ্চারা এই সরোবরে খেলে বেড়াচ্ছে, তেমনি পৃথিবীর সব শিশুদের খেলে বেড়ানোর অধিকার রয়েছে। আমাদের কর্তব্য ছিল তাদের সেই পরিবেশে লালন করা, কিন্তু ইসরায়েলি আগ্রাসন, যুদ্ধাপরাধ ও গণহত্যা এই বাস্তবতা বদলে দিয়েছে। দুনিয়ার বিভিন্ন দেশে মানুষ নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ করছে। আমাদেরও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তাদের মুক্তির সংগ্রামে অংশ নিতে হবে, যাতে ভবিষ্যতে আমাদের শিশুদের যখন আমরা তাদের প্রশ্নের মুখোমুখি হই, তখন আমরা সঠিক উত্তর দিতে পারি।"

সমাবেশে আরও অংশগ্রহণ করেন দৃকের বন্ধু-সহযোদ্ধা, শিল্পী, আলোকচিত্রীবৃন্দ এবং সাধারণ মানুষ।

মারিয়া/মনোয়ার

×