
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্যসংগঠক সারজিস আলম বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ না করে, বরং সেনাবাহিনী তাদের জাতীয় দায়িত্ব পালন করবে। শনিবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম আরও জানান, সেনাপ্রধানের সঙ্গে তার দলের বৈঠক নিয়ে কোনো মতানৈক্য নেই। তিনি গুজবকে একটি "বাধা" হিসেবে উল্লেখ করে গুজব বিরোধী সেল গঠনের জন্য সবার প্রতি আহ্বান জানান এবং জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
এছাড়া, সারজিস আলম তার ভাষণে বলেন, "আমাদের পার্টির পক্ষ থেকে যে বিষয়টি তুলে ধরেছি, তা হলো, বাংলাদেশে শুধু সেনাবাহিনী নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগের কোনো ভার্সনের গল্প যেন মানুষকে শোনানো না হয়। আমাদের আশা, সেনাবাহিনী তাদের প্রতিষ্ঠান হিসেবে যে সম্মান পেয়েছে, সেটি তারা বজায় রাখবে।"
দুপুর এবং বিকেলে সারজিস আলম পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় সভা করার কথা রয়েছে।
মারিয়া