ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আমি শুনেছি ৫ তারিখের পর অস্ত্র হাতে তারা যুদ্ধের পরিকল্পনা করেছিল: জিল্লুর

প্রকাশিত: ০০:৩১, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ০০:৩৮, ২৪ মার্চ ২০২৫

আমি শুনেছি ৫ তারিখের পর অস্ত্র হাতে তারা যুদ্ধের পরিকল্পনা করেছিল: জিল্লুর

আগস্টে এত আত্মদান, রক্তদান সফল হত না যদি না সেদিন আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বিশেষ করে সেনাবাহিনী সেনাপ্রধান শক্ত অবস্থান না নিতেন বলে মন্তব্য করেছেন, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান।

সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক সাক্ষাৎকারে জিল্লুর এ মন্তব্য করেন।

জিল্লুর তার বক্তব্যে বলেন, সেদিন যদি প্রধানমন্ত্রীর কথা শুনতেন, সরকারের কথা শুনতেন; সেনাপ্রধানতো তার আত্নীয় উল্লেখ করে তিনি আরো বলেন, কিন্তু আত্নীয়তার বন্ধন তার দায়িত্ব থেকে তাকে পিছু হটতে বাধ্য করেনি।

তিনি দায়িত্ব পালন করেছেন, নির্দেশ মানেন নি। তার যেটা করা দরকার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তিনি সেটা করেছেন।

সেনাপ্রধান কাউকে ভারতের দালাল বলে নি উল্লেখ করে তিনি আরো বলেন, আমি সব কথার মধ্যে ভারত টেনে আনার পক্ষপাতি না। ভারতের সক্ষমতা, দুর্বলতা, আমাদের সাথে সম্পর্কের যে টানাপোড়েন এগুলা নিয়ে আমি অনেকবার কথা বলেছি।

আপনি পানিতে নেমে কুমিরের সঙ্গে লড়াই করবেন, আপনার কিছুই নেই। আমি শুনেছি যে ৫ তারিখে তারা বলছেন, ৫ তারিখের পরে নাকি অস্ত্র হাতে যুদ্ধের পরিকল্পনা করেছিল কি হাস্যকর কথা।

ফুয়াদ

×