ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

গত ১৫ বছর অনেক কিছু প্রচার হয়েছে, যা হওয়া উচিৎ ছিল না: পরিবেশ উপদেষ্টা

প্রকাশিত: ০০:১৬, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ০০:১৭, ২৪ মার্চ ২০২৫

গত ১৫ বছর অনেক কিছু প্রচার হয়েছে, যা হওয়া উচিৎ ছিল না: পরিবেশ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মিথ্যা তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ।

রোববার (২৩ মার্চ) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এ এক সেমিনারে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, গণমাধ্যমের দায়িত্ব সঠিক তথ্য তুলে ধরা। তবে অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে সমাজে ভুল ধারণা তৈরি হচ্ছে।

তিনি বলেন, কিছু সংবাদ শুধু ভিউ বাড়ানোর জন্য প্রকাশ হয়।

এতে প্রকৃত সত্য আড়ালে থেকে যায়। গণমাধ্যমের মালিকানা কাদের হাতে রয়েছে, সেটি বুঝতে হবে। গত ২০-২৫ বছরে গণমাধ্যমের কাঠামো অনেক পরিবর্তন হয়েছে। সঠিক সংবাদ প্রচার নিশ্চিত করতে হলে এ বিষয়গুলো নিয়েও ভাবতে হবে।

রিফাত

×