
ছবিঃ সংগৃহীত
কলাপাড়ায় পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে গৃহবধূ শারমিন বেগমের (২৬) মৃত্যুর ঘটনায় স্বামী ইব্রাহিম ঘরামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শনিবার মধ্য রাতে মৃত শারমিনের বাবা তোফাজ্জেল হাওলাদার কলাপাড়া থানায় ইব্রাহিমকে আসামি করে মামলা করেছেন।
মামলায় বলা হয়েছে, আট বছর আগে মেয়েকে বিয়ে দেন। বিয়ের পর থেকেই শারমিনকে বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করে আসছে স্বামী ইব্রাহিম ঘরামি। এ নিয়ে একাধিকবার সালিশ বসেছে। কিন্তু কোন সমাধান করা যায়নি। সবশেষ নির্যাতন সইতে না পেরে শারমিন শনিবার বিকেলে বিষ খেয়ে মৃত্যুর পথ বেছে নেয়।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে কলাপাড়া থানায় ইব্রাহিমকে আসামি করে মৃত শারমিনের বাবা একটি মামলা করেছেন। ওই মামলায় ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে।
মারিয়া