ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

একসাথে খোঁজ মিললো আসাদুজ্জামান, জাহাঙ্গীর ও শেখ রেহেনার ছেলে ববির!

প্রকাশিত: ২৩:১৯, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ২৩:২২, ২৩ মার্চ ২০২৫

একসাথে খোঁজ মিললো আসাদুজ্জামান, জাহাঙ্গীর ও শেখ রেহেনার ছেলে ববির!

গেল ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণআন্দোলনের মুখে আওয়ামী লীগের পতন হলে, বিভিন্ন সুত্রের বরাতে জানা যায় ভারতে আশ্রয় নেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়েরের এক ফেসবুক পোস্টের পরে আবারো আলোচনায় আসাদুজ্জামান খান কামাল।

জুলকার নাইন তার পোস্টে জানান,আজ ২৩ মার্চ ২০২৫, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়।

পলাতক আওয়ামী সংসদ সদস্য (ফেনী ১) আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম, এই ইফতার পার্টির আয়োজন করেন।

পতিত স্বৈরাচার আওয়ামী রেজিমের মন্ত্রী/প্রতিমন্ত্রী/সংসদ সদস্যসহ প্রায় ১০০ জন নেতা কর্মী এই ইফতারে উপস্থিত ছিলেন। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার পরিবার, বাহাউদ্দিন নাসিম, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতি উল্লেখযোগ্য।

আগামীকাল একই ভেন্যুতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আয়োজনে আরেকটি ইফতার পার্টির আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ফুয়াদ

×