ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

চাঁদাবাজি, জুলুমবাজি করা যাবে না, বিএনপি এটা সহ্য করবে না: নায়াব ইউসুফ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২২:২৯, ২৩ মার্চ ২০২৫

চাঁদাবাজি, জুলুমবাজি করা যাবে না, বিএনপি এটা সহ্য করবে না: নায়াব ইউসুফ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, বিএনপি চাঁদাবাজি ও জুলুমবাজিতে বিশ্বাস করে না। কোনো মানুষ যেন চাঁদাবাজি বা জুলুমবাজি করতে না পারে, বিএনপি নেতাকর্মীরা তা খেয়াল রাখবে। বিএনপি নেতাকর্মীরা এটা বরদাস্ত করবে না এবং তারা সর্বশক্তি দিয়ে চাঁদাবাজি ও জুলুমবাজি প্রতিহত করবে।

তিনি রবিবার বিকালে ফরিদপুর সদর উপজেলার ১ নম্বর ঈশান গোপালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেদ পারভেজ ডাফরিন। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পংকজ, বিএনপি নেতা আবুল কালাম মেম্বার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, সাধারণ মানুষ আজ কষ্টে রয়েছে। তারা কিছু বলতেও পারছে না, কিছু শুনতেও পারছে না। ৫ই আগস্টের পর আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি। এই স্বাধীনতার সুফল পেতে হলে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বিএনপি নিজস্ব স্বার্থের জন্য রাজনীতি করে না, সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। সাধারণ মানুষের উন্নতির জন্য বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে।

পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও তার স্ত্রী মরহুমা শায়লা কামালের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।
 

মারিয়া

আরো পড়ুন  

×