ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এমন বক্তব্য দেয়া ঠিক হবেনা: জোনায়েদ সাকি

প্রকাশিত: ২১:৫৮, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ২২:১০, ২৩ মার্চ ২০২৫

দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এমন বক্তব্য দেয়া ঠিক হবেনা: জোনায়েদ সাকি

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে জোনায়েদ সাকি বলেছেন, "কোনো প্রতিষ্ঠানকে মুখোমুখি করে তোলা বা ক্ষতিগ্রস্ত করার তৎপরতা আমাদের দেশের বা রাষ্ট্রব্যবস্থার জন্য মঙ্গলজনক হবে না।" তিনি আরো বলেন, "এমন কোন বক্তব্য বা মন্তব্য করা উচিত নয়, যা দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।"

গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে সাকি জানান, "গণঅভ্যুত্থানে জনগণের উত্থানের পর সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছিল যে তারা জনগণকে গুলি করবে না। তারা এই অভ্যুত্থানের অংশীদারী হয়েছেন।"

শেষে, সাকি জনগণের ঐক্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, "আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, আমাদের কাজ হবে সম্মিলিতভাবে এবং ঐক্যবদ্ধভাবে এই গণতান্ত্রিক নির্মাণকে এগিয়ে নিয়ে যাওয়া।"

তথ্যসূত্রঃ https://youtu.be/eZ8ITZzk7dU?si=iwRqLU4Oi_WgRBif

মারিয়া

আরো পড়ুন  

×