ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আজিমপুর জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৫৪, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ২১:৫৯, ২৩ মার্চ ২০২৫

আজিমপুর জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল 

ছবি: সংগৃহীত

সাংবাদিক ও লেখকদের সম্মানে রাজধানীর আজিমপুরে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজনে গণমাধ্যমের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী। সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক আবুল খায়ের, আর সঞ্চালনায় ছিলেন ইংরেজি দৈনিক নিউ নেশনের ক্রাইম হেড সৈয়দ শিমুল পারভেজ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টারস্ এসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশা, সাবেক উপদেষ্টা ইকরামুল কবির টিপু, জাগো নিউজের বার্তা প্রধান মনিরুজ্জামান উজ্জল, আজকের পত্রিকার আয়নাল হোসেন, চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি  কামরুল হাসান দর্পণ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার ও ক্রাইম রিপোর্টারস্ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ লাভলুসহ আজিমপুরে বসবাসরত জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দরা।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন আজিমপুর জার্নালিস্ট ফোরামের স্বপ্নদ্রষ্টা ও প্রীতি নিউজের ব্যবস্থাপনা সম্পাদক এম এ রহিম রনো। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আজিমপুর জার্নালিস্ট ফোরামের সদস্য ও দৈনিক বায়ান্ন'র অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের ইনচার্জ আহমেদ শাহেদ। সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পেশাগত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। 
 

লাবু/শহীদ

আরো পড়ুন  

×