
ছবিঃ সংগৃহীত
বিএনপি নেতা এম.এ. মান্নান দুলু অভিযোগ করেছেন যে, বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি বলেন, “গত ৫ আগস্ট, শেখ হাসিনার সরকার পতনের পর দেশে পুলিশ প্রশাসন অচল হয়ে পড়েছিল, এবং সেই সংকটময় মুহূর্তে সেনাবাহিনী দেশবাসীর পাশে এসে দাঁড়িয়েছে। সেনাবাহিনীই আজ আমাদের একমাত্র আশা এবং ভরসা।”
দুলু আরো বলেন, “বর্তমানে দেশে অপরাধ, অন্যায়, ভূমিদখল, চাঁদাবাজি, মাস্তানি ও গুন্ডামি চলছে, এবং সেনাবাহিনী সেই সব অপরাধের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিচ্ছে। তারা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করছে।”
তিনি অভিযোগ করেন যে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় গত সাত মাস ধরে সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করলেও, এখন একটি মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
দুলু বলেন, “এই সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, যারা দেশের শান্তি এবং সুরক্ষা বজায় রাখতে কাজ করছে।” তিনি আরও দাবি করেন যে, সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষা এবং দেশের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে।
তথ্যসূত্রঃ https://youtu.be/_mEkniLbI9o?si=HumJ-a9pJbzwdFcA
মারিয়া