ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ঈদ বাজারে স্বর্ণের দাম আকাশচুম্বী, বিক্রি কমে গেছে ইমিটেশনেরও

প্রকাশিত: ২০:২৭, ২৩ মার্চ ২০২৫

ঈদ বাজারে স্বর্ণের দাম আকাশচুম্বী, বিক্রি কমে গেছে ইমিটেশনেরও

প্রতীকী ছবি

প্রতি বছর ঈদে পাঞ্জাবি, শাড়ি, জামা, জুতোর মতোই বিক্রি বাড়ে জুয়েলারির। ঈদ উপলক্ষে ইমিটেশন ও অন্যান্য গহনার কদর বাড়ে প্রতিবছরই। তবে এবার স্বর্ণের দাম ইতিহাসে সর্বোচ্চ থাকায় গহনার বিক্রি অনেকটাই কমে গেছে। তাই এমিটেশন গহনা কিনছেন মানুষ।

দেশে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় স্বর্ণের তুলনায় ইমিটেশনকেই নিরাপদ মনে করছেন ক্রেতারা। ঈদ উপলক্ষে রমজান মাসে ইফতারের পরে ক্রেতার পদচারণায় মুখর থাকতো যেসব দোকান, সেসব দোকানে এখন ক্রেতা নেই বললেই চলে।

এ বছর ঈদের কেনাকাটায় বেশিরভাগ পণ্যেরই দাম কিছুটা বেড়েছে। তাই মার্কেটের দোকানগুলোতে ক্রেতা কম বলে জানান বিক্রেতারা। তবে সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=xbA5roraSzg

রাকিব

আরো পড়ুন  

×