ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সহকারি প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতিকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

রীনা আক্তার, নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৯:০৯, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ১৯:১০, ২৩ মার্চ ২০২৫

সহকারি প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতিকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

ছবি: জনকণ্ঠ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরর মাঠ পর্যায়ের উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড উন্নতিকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি দিয়েছে জেলায় কর্মরত সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ।

আজ রবিবার (২৩ মার্চ) বিকেলে বাংলাদেশ সহকারি উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।

ছবি: জনকণ্ঠ

কর্মকর্তারা প্রথমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এবং পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। তবে জেলা প্রশাসক না থাকায় স্থানীয় সরকার বিভাগরে উপ-পরিচালক শঙ্কর কুমার বিশ্বাস স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারি উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক নাজমুল হক শিকদার, নাসিরনগর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল হুদা, নবীনগর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মনসুর আহমেদ প্রমুখ।

স্মারকলিপিতে সহকারি প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড ১০ম হতে ৯ম এ উন্নতিকরণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান শেষে সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ জানান, এই বিভাগে কর্মকরত সহকারি প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের বঞ্চিত রেখে প্রাথমিক ডিপার্টমেন্টের উন্নয়ন ও অগ্রগতি কখনো সম্ভব নয়। এই কর্মকর্তারা প্রাথমিক ডিপার্টমেন্টের মাঠ পর্যায়ে সকল গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করলেও তারা অবহেলার শিকার। বিগত ৩০ বছর ধরে সহকারি উপজেলা শিক্ষা অফিসার পদে কোনো গ্রেড উন্নতিকরণ হয়নি। এতে সহকারি প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ বৈষম্যের শিকার হচ্ছেন।

এ অবস্থায় তারা শিক্ষার সার্বিক পরিবেশ উন্নতিকরণের জন্য সহকারি প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারবৃন্দের গ্রেড উন্নতিকরণের দাবি জানান।

রাকিব

আরো পড়ুন  

×