ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

দেশে দ্রুতই চালু হচ্ছে ওয়াইফাই কল সুবিধা

প্রকাশিত: ১৮:৫১, ২৩ মার্চ ২০২৫

দেশে দ্রুতই চালু হচ্ছে ওয়াইফাই কল সুবিধা

ছবি: সংগৃহীত

মোবাইল অপারেটররা সিম কার্ডের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে ভয়েস কলের কার্যকারিতা পরীক্ষা করেছে। এই প্রযুক্তির মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের নেটওয়ার্ক ব্যবহার করে "ভয়েস ওভার ওয়াইফাই" সেবা চালু হবে, যার ফলে সিমে নেটওয়ার্ক না থাকলেও হ্যান্ডসেটে ওয়াইফাই সংযোগ দিয়ে কল করা যাবে। এর ফলে গ্রাহকদের জন্য কল করা আরও সহজ হবে, এবং সরাসরি আর্থিক খরচ হবে না। এছাড়া, কল ড্রপের হার কমানোরও আশা করা হচ্ছে।

বর্তমানে শহরের ঘনবসতিপূর্ণ এলাকায়, বিশেষত উঁচু ভবন বা রুমের ভেতর মোবাইলে ভয়েস কল করতে গিয়ে নেটওয়ার্কের সমস্যা দেখা দেয় বা কল ড্রপ হয়। এই ধরনের সমস্যার সমাধানে মোবাইল অপারেটররা ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায়। এর মাধ্যমে, গ্রাহকরা প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে কল করতে পারবেন। এই প্রযুক্তি ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় পরীক্ষা করা হয়েছে, এবং পরীক্ষায় কলের ভয়েস কোয়ালিটি স্পষ্ট এবং উচ্চমানের হয়েছে। স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের ফলে কল ড্রপের হার কমবে।

সাহেদ আলম, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার বলেন, "আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, যেমন সাইট না পাওয়া বা পর্যাপ্ত স্পেকট্রাম না পাওয়া, সেগুলোর সমাধান হিসেবে আমরা ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তিকে গ্রহণ করেছি।"

অ্যামটব মহাসচিব মোহাইম্মদ জুলফিকার বলেন, "আইএসপির মাধ্যমে এই সেবা চালু করার জন্য, রেগুলেটরের পক্ষ থেকে কিছু নির্ধারণ প্রয়োজন হবে, যাতে অপারেটররা সঠিকভাবে রেভিনিউ অর্জন করতে পারে।"

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক জানান, "যদি অপারেটরদের সুবিধা থাকে, তবে আমরা অবশ্যই তাদের সঙ্গে কাজ করব। কিন্তু আমাদের যদি কোনো সুবিধা না থাকে, তবে সেখানে আমাদের অংশগ্রহণের কোনো প্রশ্নই আসে না।"

অপারেটররা আশা করছেন, এই নতুন প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য যোগাযোগের অভিজ্ঞতা আরও উন্নত হবে এবং কল সংক্রান্ত সমস্যাগুলির সমাধান হবে।


সূত্র: https://www.youtube.com/watch?v=dtoane2v6PQ

আবীর

আরো পড়ুন  

×