ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে: সংস্কৃতি উপদেষ্টা

প্রকাশিত: ১৭:১১, ২৩ মার্চ ২০২৫

নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে: সংস্কৃতি উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ রবিবার (২৩ মার্চ) সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

ফারুকী বলেন, "এবার চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে, সেখানে আপনাদের সত্যিকার অর্থেই নতুন কিছু দেখার সুযোগ হবে। আপনারা নিজেদের চোখে পরিবর্তনগুলো দেখতে পাবেন, তবে বিস্তারিত এখনই বলা হচ্ছে না। এটি একটি সারপ্রাইজ, একটি টিজার। যারা অংশগ্রহণ করবেন, তারা নিজেরাই দেখে নেবেন পরিবর্তনগুলি কীভাবে ঘটছে।"

এছাড়া, এবারের নববর্ষের শোভাযাত্রায় সব জাতিসত্তার অংশগ্রহণে নতুন রং, গন্ধ ও সুর পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।

শিহাব

×