ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

এবারের শোভাযাত্রা শুধু বাঙালির নয়, সবার: উপদেষ্টা ফারুকী

প্রকাশিত: ১৭:০৫, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ১৭:১৬, ২৩ মার্চ ২০২৫

এবারের শোভাযাত্রা শুধু বাঙালির নয়, সবার: উপদেষ্টা ফারুকী

ছবি: সংগৃহীত

উৎসবের নামে কোনো বিভাজন তৈরি না করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানিয়েছেন, এবারের শোভাযাত্রা শুধুমাত্র বাঙালিদের নয়, এটি হবে বাঙালি, চাকমা, মারমা, গারো—সকলের সম্মিলিত উৎসব।

তিনি বলেন, "আমরা যেন এমন কোনো নাম না দেই, যা শুধু আমাদের জন্য হয়, যাতে অন্য সম্প্রদায়ের মানুষরা অংশগ্রহণ করতে না পারে। আমাদের লক্ষ্য হল, যেন তারা ব্র্যাকেটের বাইরে না পড়ে যায়।"

ফারুকী আরও জানান, আগামীকাল এই বিষয়ে আলোচনা হবে এবং যে নামই চূড়ান্ত হোক, তা সকল সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করতে হবে। উদাহরণ হিসেবে, চাকমারা তাদের উৎসবকে 'বিজু' নামে পরিচিতি দেয়, মারমারা ডাকে 'সাংগ্রাই', এবং এভাবে প্রতিটি সম্প্রদায়ের জন্য একটি নাম থাকবে। তবে, সকলের জন্য একটি সেন্ট্রাল নাম রাখা হবে, যাতে সবার মধ্যে ঐক্য সৃষ্টি হয়।

তিনি বলেন, "এবার আমরা আইন করব। আমরা চেষ্টা করছি একটি সেন্ট্রাল নাম প্রতিষ্ঠা করতে, যা সবার জন্য গ্রহণযোগ্য হবে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল অনুষ্ঠিত মিটিং-এ নেওয়া হবে।"

এভাবে, এবারকার উৎসবটি হবে একটি একীভূত উৎসব, যেখানে প্রতিটি সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য এবং নামকে সম্মান জানানো হবে।
 

 

সূত্র: https://www.youtube.com/watch?v=SJ3vga-0RFQ

আবীর

×