
ছবিঃ সংগৃহীত
মধুর ক্যান্টনে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে সক্রিয় ভূমিকা পালন করা শিক্ষার্থীরা বলেন, ওমুক-তমুক রাজনৈতিক দল নয় বরং জুলাই গণঅভ্যুত্থানের আহত শহীদ এবং ছাত্র জনতাই তাদেরকে (বর্তমান সরকারকে) এই গুরুদায়িত্ব অর্পণ করেছিলো, সুতরাং আপনাদের স্মরণ রাখা দরকার এ ছাত্রজনতার জনদাবির বিরুদ্ধে অবস্থান নিলে ছাত্রজনতা আপনাদেরকেও ইতিহাসের অংশ করে ফেলতেও কুণ্ঠিত বোধ করবে না"।
তারা আরো বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টা শুরু থেকেই বলে আসছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তারা সমীচীন মনে করেন না, কোন কোন উপদেষ্টা আবার এভাবেও বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের ভালো অংশ নামে বা ভিন্ন নামে রাজনীতিতে আসলে তাদের কোন আপত্তি নাই, অথচ জুলাইয়ে শুধু খুনি হাসিনা ব্যক্তি হিসেবে গণহত্যা চালায় নাই, বরং আওয়ামী লীগ দল হিসেবেই গণহত্যা সংগঠিত করেছিলো, সুতরাং যারা ফৌজদারি অপরাধে সংযুক্ত নয় তারাও এই গণহত্যায় মৌন সমর্থন দিয়েছিলো, আওয়ামী লীগ কোনভাবে টিকে গেলে জুলাই আন্দোলনকারীদের ওপর নির্মম প্রতিশোধ গ্রহণ করতো।
তারা জুলাই মুভমেন্টে আওয়ামী সরকারের নির্মমতা তুলে ধরে বলেন, এর বিভিন্ন পদক্ষেপ আমরা আন্দোলন চলাকালে দেখেছি, তারা পাড়া মহল্লায় উপজেলায় জেলায় কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে যারা আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে তাদের তালিকা প্রস্তুত করে দ্বিতীয় ফেজের আন্দোলনগুলোতে তাদেরকে তাদের বাসা বাড়িতে অবস্থান করতে দেয়নি।
তথ্যসূত্রঃhttps://www.youtube.com/live/XdRxbr0Xzi8?si=_hmxZLS6GK7nSn3t
মারিয়া