ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সামরিক বাহিনীতে ন্যায়বিচারের দাবি

প্রকাশিত: ১৫:১৯, ২৩ মার্চ ২০২৫

স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সামরিক বাহিনীতে ন্যায়বিচারের দাবি

ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জাস্টিস ফর কমরেডস সংগঠন ফ্যাসিস্ট শাসনামলে চাকরিচ্যুত এবং বঞ্চিত সামরিক কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে প্রহসনমূলক বোর্ড বাতিল করে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি তুলেছে।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী সামরিক বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা ৫ আগস্টের পর এখনো কেন স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়নি, সে প্রশ্ন তোলেন। তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট শাসনামলের অনেক কর্মকর্তারা এখনও বাহিনীতে বহাল আছেন। এছাড়া, তারা স্বাধীন কমিশনের মাধ্যমে সামরিক বাহিনীর কালাকানুনসহ বিভিন্ন সংস্কারের দাবিও জানান, যাতে ভবিষ্যতে সামরিক বাহিনীর কোন সদস্য একতরফাভাবে, যথাযথ তদন্ত এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুত বা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন।

জাস্টিস ফর কমরেডসের সমন্বয়ক এবং সাবেক লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলাম বলেন, "আমরা সরকারের প্রধান উপদেষ্টা ও অন্তবর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি, নির্যাতিত অফিসার এবং সদস্যদের কেসগুলো মোকাবিলা করার জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে। একইসাথে, এই কমিশন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কালাকানুনগুলো পর্যালোচনা করে একটি সঠিক আইন প্রতিষ্ঠা করতে হবে, যাতে আমাদের আইনি সুরক্ষা নিশ্চিত হয়।"
 

সূত্র: https://www.youtube.com/watch?v=Kk2ruqDbuk8

আবীর

×