ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

মোবাইল কেড়ে নেওয়ায়, নামাজরত বাবাকে হত্যা করল ছেলে

প্রকাশিত: ১৫:০৪, ২৩ মার্চ ২০২৫

মোবাইল কেড়ে নেওয়ায়, নামাজরত বাবাকে হত্যা করল ছেলে

ছবিঃ সংগৃহীত

মোবাইলে গেমস খেলতে বাঁধা দেওয়ায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদ্রাসাছাত্র রিফাত।

মোবাইল ফোন কেড়ে নেওয়ায় ক্ষিপ্ত হয়ে নিজের বাবাকে অস্ত্র দিয়ে আঘাত করে সে। নামাজরত অবস্থায় মাটিতে লুটিয়ে কাতরাতে থাকেন অসহায় বাবা দোদুল হোসেন রিন্টু।  জানা যায় গত ২২ শে মার্চ আনুমানিক রাত ৮ টার দিকে এমন ঘটনার সাক্ষী হয় চুয়াডাঙ্গা পৌরশহরের পলাশপাড়ার বাসিন্দারা, ঘাতক ছেলে মো রিফাত স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ জানান, দোদুল হোসেন তার ছেলেকে মোবাইল ফোনে গেম খেলতে নিষেধ করেন এবং ছেলের হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নেয়। এতে তার ছেলে ক্ষিপ্ত হয়ে তাকে নামাজে দাঁড়ানো অবস্থায় পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যসূত্রঃ https://youtu.be/TB5OVr_Qp6w?si=277PHwP2JSCt4B9g

মারিয়া

×