ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

গণমাধ্যম ধ্বংস হলে জাতি ধ্বংস হয়ে যায়: দুলু

প্রকাশিত: ১৩:০০, ২৩ মার্চ ২০২৫

গণমাধ্যম ধ্বংস হলে জাতি ধ্বংস হয়ে যায়: দুলু

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত সরকার গণমাধ্যমকে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে দেয়নি। তিনি বলেন, শেখ হাসিনা সরকার সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে কালো আইন প্রণয়ন করেছে এবং অনেক সাংবাদিককে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কিছু সাংবাদিক সরকারের দালালি করে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করেছে।

শনিবার বিকালে নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। তিনি আরও বলেন, "বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা হবে।"

দুলু বলেন, "যে সুনাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতার সময় সাংবাদিকদেরকে দিয়েছিলেন, আমরা যদি আগামীতে ক্ষমতায় যাই, তাহলে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের লেখনী দিয়ে বাংলাদেশের উন্নয়ন এবং দেশের সত্য কথা তুলে ধরবে, এটি আমার প্রত্যাশা।"


সূত্র: https://www.youtube.com/watch?v=1zcni5vlxfk

আবীর

×