ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

সব মতবিরোধ জনসমক্ষে আনতে হয় না: শাহদীন মালিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:০৩, ২৩ মার্চ ২০২৫; আপডেট: ০৭:০৪, ২৩ মার্চ ২০২৫

সব মতবিরোধ জনসমক্ষে আনতে হয় না: শাহদীন মালিক

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক। ছবিঃ সংগৃহীত

সম্প্রতি সেনাবাহিনীর উপর আওয়ামী লীগকে পুনর্বাসন করার পরিকল্পনার যে অভিযোগ উঠেছে সে বিষয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক।

তিনি বলেন, ‘ছাত্র সমন্বয়কারী বা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা আমার মতো ৭০ বছর বয়স্ক লোক না। অর্থাৎ তাদের তারুণ্যের উদ্বীপনা তো থাকবেই। এখন তারাও তো রাজনীতিতে নতুন। রাজনীতিতে কোথায় কী বলা যায় যায় আর কোথায় কী বলা যায় না এইটা শিখতে সবারই সময় লাগে। অর্থাৎ কিছুটা অপরিপক্কতা, কিছুটা অতিউৎসাহ, কিছুটা উত্তেজনার বশবর্তী হয়ে তারা এই কথা বলেছেন। না বললেই ভালো হতো।’

তিনি আরও বলেন, ‘বঙ্গভবনে হোক বা গণভবনে হোক বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে হোক, অনেক কথাবার্তা হয়। দুই একটা ব্যাপারে কেউ কেউ দ্বিমত হয়। আপত্তি করে। কিছু জিনিস আছে যেগুলো জনসমক্ষে আসতে হয় না। যেগুলো কারো জন্য মঙ্গল ডেকে আনে না। সব মতবিরোধ জনসমক্ষে আনতে হয় না।’

সেনাবাহিনীর উপর অভিযোগের পরে দুই দিনে আইএসপিআর থেকে কোনো বক্তব্য না পাওয়ায় কি ধরেই নেওয়া হবে যে হাসনাত আব্দুল্লাহ এর সেবাবাহিনীকে নিয়ে করা অভিযোগ সত্য, এ প্রশ্নের জবাবে ড. শাহদীন মালিক বলেন, ‘এটা তো এক তরফা কথা হয়েছে। আমরা একজনের বক্তব্য পেয়েছি। সেনাবাহিনী ঠিকই করেছে, তারা যদি বলে দিতো আমরা এইটা বলেছি কি বলি নাই, করেছি কি করি নাই, তাহলে ব্যাপারটা আরও গুলিয়ে যাবে। দুই-চার দিনের মধ্যে নতুন ইস্যু আসবে আর এইটা চাপা পরে যাবে।’

মুমু

×