
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি,নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোনো ধরনের বিরাজনীতিকরণ ও সামরিকীকরণ মেনে নেওয়া হবে না। মাহিন সরকার বলেন ইনিয়ে বিনিয়ে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তারা সাবধান হয়ে যান। এই দেশের আওয়ামী লীগের কোন রাজনীতি চলবে না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। সেনাবাহিনী নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করতে চায় আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে। আমাদের শ্রদ্ধা ও সম্মান আছে। আমরা আশা করি তারা আমাদের সেই আস্থার প্রতিদান দেবেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, তাহলে ছাত্র-জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়ে ছাড়বেন ইনশাল্লাহ।
আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার হুঁশিয়ার দিয়েছেন আন্দোলনের আহতরা।
সাজিদ