ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

ছাত্রদের সরকার ছাত্রদের দাবি পূরণ করেনিঃ শামসুজ্জামান দুদু

প্রকাশিত: ০৩:২৩, ২৩ মার্চ ২০২৫

ছাত্রদের সরকার ছাত্রদের দাবি পূরণ করেনিঃ শামসুজ্জামান দুদু

ছবিঃ সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, "বর্তমান সরকার ছাত্রদের দাবি পূরণ করেনি, যার ফলে ছাত্রদের মধ্য থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠছে।"

তিনি এসব কথা বলেন দেশ টিভির সাপ্তাহিক রাজনৈতিক বিশ্লেষণমূলক অনুষ্ঠান ‘সপ্তাহের দেশ’-এ।

অনুষ্ঠানের উপস্থাপক আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরে শামসুজ্জামান দুদুর মতামত জানতে চান। জবাবে তিনি বলেন, "ছাত্রদের মধ্য থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে। এটি আগে থেকেই আলোচনায় ছিল। অথচ এখনো পর্যন্ত এ বিষয়ে সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ড. ইউনূস বলেছেন যে, এখনো সিদ্ধান্ত হয়নি—মানে আওয়ামী লীগ এখনো টিকে আছে।"

তিনি অভিযোগ করে বলেন, "সরকার নিজেদের দোষ অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। কিন্তু জাতীয়তাবাদী দলের (বিএনপি) অবস্থান স্পষ্ট—জনাব তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের বিচার না হলে তাদের রাজনৈতিক অংশগ্রহণের প্রশ্নই উঠতে পারে না। যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, অবৈধভাবে ক্ষমতায় থেকেছে—তাদের বিচার না হওয়ার কোনো কারণ নেই।"

শামসুজ্জামান দুদু বলেন, "ছাত্ররা কেন রাস্তায় নামবে? কেন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আন্দোলনে যাবে? এটি স্পষ্ট যে, সরকার তাদের দাবির প্রতি কোনো কর্ণপাত করেনি।"

শামসুজ্জামান দুদু আরও বলেন, "সরকার এখনো নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে পারেনি। তারা শুধু বলছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। কিন্তু কীভাবে, কোন নিয়মে হবে—এ নিয়ে কোনো রোডম্যাপ নেই। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল স্পষ্ট রোডম্যাপ চেয়েছে, কিন্তু সরকার তা দিতে ব্যর্থ হয়েছে।"

তিনি হুঁশিয়ারি আশংকা করে বলেন, "যত দ্রুত সম্ভব আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ও নির্বাচনের বিষয়ে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে। অন্যথায় দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে এবং এটি সংকটের দিকে ধাবিত হবে।"

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=626669313615024&rdid=fsenhZkuteRGjVWb

ইমরান

×