ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

রাজনীতিকে ব্যবসার হাতিয়ারে পরিণত করবেন না: ব্যারিস্টার নওশাদ জমির

প্রকাশিত: ০২:৩৮, ২৩ মার্চ ২০২৫

রাজনীতিকে ব্যবসার হাতিয়ারে পরিণত করবেন না: ব্যারিস্টার নওশাদ জমির

ছবিঃ সংগৃহীত

রাজনীতি দেশসেবার জায়গা, ব্যবসার নয়—এই বার্তা স্পষ্টভাবে তুলে ধরলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। 

তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, “রাজনীতিকে ব্যবসার হাতিয়ারে পরিণত করবেন না। যদি ব্যবসা করতে চান, তবে রাজনীতি ছেড়ে দিন। রাজনীতি হলো দেশসেবার জায়গা, এটি কোনো ব্যক্তিগত লাভবান হওয়ার প্ল্যাটফর্ম নয়।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমানের দল তার সততার জন্য পরিচিত। কিন্তু দুঃখজনকভাবে, আজকে বিএনপির কিছু নেতা ও নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো—যদি কোথাও রাজনৈতিক দুর্বৃত্তদের এসব কর্মকাণ্ড দেখতে পান, তবে তা প্রতিহত করবেন, বাধা দেবেন। প্রয়োজনে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।”

তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, “রাজনীতির নামে কোনো ধরনের চাঁদাবাজি, জমি দখল, হাটবাজার দখল বা অন্য কোনো অপরাধমূলক কাজ কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। রাজনৈতিক দুর্বৃত্তদের হাত থেকে আমাদের দলকে রক্ষা করতে হবে। যদি তা না করা যায়, তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।”

সূত্রঃ https://www.youtube.com/watch?v=8ItQ4pEaig0

ইমরান

×