
গেল ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণআন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দলটির পতনের পর থেকেই আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক পতিত শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করে।
শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই কার্যত ভারতেই অবস্থান করছেন। তথ্য বলছে দিল্লির লোদী গার্ডেনে অবস্থান করছেন শেখ হাসিনা। কিন্তু গেল ক’দিন আগেই ভারতের একটি জাতীয় দৈনিক জানিয়েছে, দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে শেখ হাসিনাকে।
সম্প্রতি গতকাল এক ফেসবুক পোস্টের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রেস সচিব তার ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন। যদিও পোস্টে শফিকুল আলম শেখ হাসিনার কথা উল্লেখ করেন নি, কিন্তু নেটিজেনরা ধরে নিয়েছেন পোস্টটি শফিকুল আলম শেখ হাসিনাকে নিয়ে করেছেন।
পোস্টে শফিকুল আলম উল্লেখ করেন, আপা ফিরবে,ঘরে ফিরবে, কবে ফিরবে,নাকি ফিরবে না।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে, ৩১ হাজার রিয়েক্ট এর সাথে ১৪শ বার শেয়ার হয়েছে।
মাজেদ নামে একজন লিখেছেন, সে যে কেন আসে নাকিছু ভাল লাগে নাএবার আসুক তারে মজা দেখাবো।
তাজুল ইসলাম নামে একজন লিখেছেন, আপা বর্ডারের আশেপাশেই আছে। সুযোগ বুঝেই টুপ করে ঢুকে পড়বে।
উদয় নামে একজন লিখেছেন, ফজলু ভাই ভবিষ্যৎ বাণী কইরা দিছে। বলছে, আম্লীগ ফিরবে অন্য নামে ও অন্য নেতৃত্বে হলেও ফিরবে
ফুয়াদ