
ছবি সংগৃহীত
গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো যদি সাংবাদিকদের বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যথাযথভাবে দিতো, তাহলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতার প্রয়োজন হতো না বলে এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
শনিবার (২২ মার্চ) রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবার এবং অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, “সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়া হলে কল্যাণ অনুদানের প্রয়োজন হতো না। আমরা গণমাধ্যম মালিক, সম্পাদক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকতা পেশাকে আরও সাংবাদিকবান্ধব করার উদ্যোগ নেব।”
তিনি আরও জানান, সরকার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যপরিধি আরও বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে এটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
আশিক