ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

১ কোটি ১৪ লাখ ইটিআইএন ধারী থাকলেও রিটার্ন দেয় মাত্র ৪৫ লাখ

প্রকাশিত: ০০:৫৩, ২৩ মার্চ ২০২৫

১ কোটি ১৪ লাখ ইটিআইএন ধারী থাকলেও রিটার্ন দেয় মাত্র ৪৫ লাখ

ছবি সংগৃহীত

দেশে কর শনাক্তকরণ নম্বর (ইটিআইএন) ধারীদের সংখ্যা ১ কোটি ১৪ লাখ হলেও রিটার্ন দাখিল করেন মাত্র ৪৫ লাখ করদাতা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, যারা টিআইএন থাকা সত্ত্বেও আয়কর রিটার্ন দাখিল করেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে জানান তিনি।

সম্প্রতি অভ্যন্তরীণ রাজস্ব আহরণ নিয়ে আয়োজিত এক কর্মশালায় এনবিআর চেয়ারম্যান বলেন, "আমরা নোটিশ দেওয়া শুরু করেছি। এখন হয়তো অনেকেই বলবে, আমরা তো খুব ঝামেলায় আছি। কিন্তু নিয়ম মেনে কর দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।"

সরকারের উচ্চাভিলাষী বাজেট ও বেহিসাবি ব্যয়ের কারণে ঋণের বোঝা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, "এই ঋণের কারণে দাতা সংস্থাগুলোর শর্ত মেনে চলতে হচ্ছে, যা অনেক ক্ষেত্রে দেশের স্বার্থের পরিপন্থী। তাই কর আহরণ বাড়ানো এখন সময়ের দাবি।"

এনবিআর চেয়ারম্যান আরও জানান, এ বছর দুবার সয়াবিন তেলের শুল্ক কমানো হয়েছে, পাশাপাশি চিনির ওপরও দুবার শুল্ক হ্রাস করা হয়েছে। এছাড়া খেজুর, ডাল, ডিম, চাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্কও কমানো হয়েছে। এর ফলে ভোক্তারা কিছুটা হলেও সুবিধা পেয়েছেন।

আশিক

×