ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

বংশালে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:১৮, ২২ মার্চ ২০২৫; আপডেট: ২৩:১৯, ২২ মার্চ ২০২৫

বংশালে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

ছবি: মানচিত্র

রাজধানীর বংশালে স্ত্রীর সাথে অভিমান করে ইয়াসিন আরাফাত বাপ্পাী (৩০) নামে এব যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে বংশাল আগামাছি লেনের একটি বাসায় এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইয়াসিনের বাবা মো. জাবেদ জানান, আগামাছি লেনের ৫ তলা নিজেদের বাড়ির ৪র্থ তলায় থাকেন তারা। ইয়াসিন ইন্টারনেট ব্যবসা করেন। ইফতারের আগ মুহূর্তে স্ত্রী রুপার সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয় তার। এরপর সবাই যখন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন তখন নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন ইয়াসিন। পরে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন ইয়াসিন। সঙ্গে সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হায়দার/শহীদ

×