
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরখানে এক শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার। এতে জানা যায় প্রতিষ্ঠানটি অনুমোদনহীন।
প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয় ২০১৯-২০ অর্থবছরে। এছাড়াও তাদের রেজিস্ট্রেশন সনদ নেই।
এই অপরাধগুলো ভোক্তা অধিকারের ৪৩ নম্বর ধারার অপরাধ। এর জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। সবকিছু বিবেচনা করে ভোক্তা কর্মকর্তা প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে এবং এক সপ্তাহের মধ্যে সকল কাগজপত্র ভোক্তা অধিদপ্তরে গিয়ে হাজির করতে বলে।
সূত্র: https://www.youtube.com/watch?v=zasfBEPkA20
আবীর