ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

সুবিধাবঞ্চিত ১০৫০ পরিবার পেল প্যাকেজ খাদ্যসামগ্রী

স্টাফ রির্পোটার, নীলফামারী

প্রকাশিত: ২১:৫৪, ২২ মার্চ ২০২৫

সুবিধাবঞ্চিত ১০৫০ পরিবার পেল প্যাকেজ খাদ্যসামগ্রী

ছবি: সংগৃহীত

মাহে রমজান উপলক্ষে ১ হাজার ৫০ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২২ মার্চ) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে সরকারি বিজ্ঞান কলেজ মাঠে এসব সামগ্রী বিতরণ করে অল ইন ওয়ান ৮৯ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে প্রতিজন পরিবার প্যাকেজ হিসাবে পেয়েছেন চাল ১০ কেজি , সোয়াবিন তেল এক লিটার, লবণ এক কেজি, ছোলা দুই কেজি, মশুর ডাল এক কেজি, চিনি এক কেজি, সেমাই এক কেজি এবং নগদ টাকা ২০০।

১৯৮৯ সালের এসএসসি শিক্ষার্থীদের সমন্বয়ে এ সংগঠন পরিচালিত হচ্ছে। সদস্যদের নিজস্ব তহবিল থেকে এসব সামাজিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান মাহবুব। এসময় সংগঠনের অন্যতম সদস্য ডা. মো. আবু সাঈদ টিটুর সভাপতিত্বে কথাসাহিত্যিক ও গল্পকার আকমল সরকার রাজুর সঞ্চালনায় বক্তৃতা দেন সংগঠনের সদস্য সচিব মো. কামরুল হাসান শামীম, সংগঠনের সদস্য কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান মুকুল, আব্দুল সালাম, সেলিনা খাতুন, মাওলানা মো. গোলাম রব্বানী ও মাওলানা মো. সেলিম প্রমুখ। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্য সচিব মো. কামরুল হাসান শামীম জানান, মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে উপজেলার সুবিধাবঞ্চিত এক হাজার ৫০টি পরিবারে চাল ১০ কেজি করে, সোয়াবিন তেল এক লিটার, লবন এক কেজি, ছোলা দুই কেজি, মশুর ডাল এক কেজি, চিনি এক কেজি ও সেমাই এক কেজি এবং নগদ টাকা ২০০ বিতরণ করা হয়। ১৯৮৯ সালের এসএসসি শিক্ষার্থীদের সমন্বয়ে এ সংগঠন পরিচালিত হচ্ছে। সদস্যদের নিজস্ব তহবিল থেকে এসব সামাজিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

আবীর

×