ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

ভোলায় জামায়াতের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

নিজস্ব সংবাদদাতা, দৌলতখান

প্রকাশিত: ২১:৫১, ২২ মার্চ ২০২৫

ভোলায় জামায়াতের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

ছবি: সংগৃহীত

ভোলার দৌলতখান উপজেলায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় পৌরশহরের উত্তর মাথায় ফুড ক্যাসেল চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতের গবেষণা বিভাগের অন্যতম সদস্য ও ভোলা জেলার সাবেক আমির মুফতি ফজলুল করিম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৌলতখান উপজেলা শাখার আমির মাওলানা হাসান তারেক হাওলাদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলার নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, দৌলতখান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুকসহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মানব জাতিকে ত্যাগের মহিমা সম্পর্কে শিক্ষা দেয়, যা জাগতিক কল্যাণ বয়ে আনে।

মামুন/রাকিব

×