ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

সাংবাদিকদের বিসিএস ৯ম গ্রেডের সমপরিমাণ বেতন-ভাতার সুপারিশ

প্রকাশিত: ১৮:৫০, ২২ মার্চ ২০২৫

সাংবাদিকদের বিসিএস ৯ম গ্রেডের সমপরিমাণ বেতন-ভাতার সুপারিশ

ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে শুরু হওয়া গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কারের ধারাবাহিকতায় গঠিত ১১টি কমিশনের মধ্যে অন্যতম ছিল গণমাধ্যম সংস্কার কমিশন। কমিশনটির মূল লক্ষ্য ছিল দেশব্যাপী গণমাধ্যমের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। গত বছরের ১৮ নভেম্বর গঠিত এই কমিশন প্রতিবেদন প্রস্তুত করেছে, যার মধ্যে উঠে এসেছে সংবাদ মাধ্যমের নানা সংকট এবং সমাধানের সুপারিশ।

শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা। কমিশনের প্রধান কামাল আহমেদ সংবাদ সম্মেলনে জানান, তারা ২০টি সুপারিশ করেছেন, যার মধ্যে গণমাধ্যমের মালিকানায় “কালো টাকা” প্রবেশের বিষয়টি অন্যতম। তিনি বলেন, "বাংলাদেশে গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে এবং মালিকানা ব্যবস্থার কারণে গণমাধ্যমের জবাবদিহিতা নেই। আমরা জানি না, কীভাবে এবং কোন পদ্ধতিতে মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি বড় সমস্যা।"

গণমাধ্যমের ভবিষ্যত উন্নয়নে কমিশন বেশ কিছু পদক্ষেপের সুপারিশ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা, যা পেশাদার সাংবাদিকতার সুরক্ষা আইন বাস্তবায়ন করবে এবং সংবাদ মাধ্যমের ভুলের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য গ্রিভেন্সেস মেকানিজম চালু করবে।

অন্য একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হল, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের বেতন কাঠামো সংশোধন করা। কমিশন জানিয়েছে, সাংবাদিকদের জন্য বিসিএস নবম গ্রেড সমমানের বেতন ও ভাতা নির্ধারণ করা উচিত। ঢাকা শহরের ব্যয়বহুল জীবনযাত্রার জন্য ঢাকা ভাতাও যোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কমিশন মনে করছে, বেতন কাঠামো উন্নত হলে সাংবাদিকদের মধ্যে দুর্নীতিরোধ করা সম্ভব হবে।

এছাড়াও, কমিশন প্রেস কাউন্সিল বিলুপ্ত করে নতুন কমিশন গঠন করার সুপারিশ করেছে, যা গণমাধ্যমের অধিকার রক্ষা করবে এবং তাদের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

আবীর

×