
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।
আজ শনিবার (২২ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আয়োজনে সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডের সামনে গিয়ে শেষ হয়।
এসময় তারা 'ফ্রি ফ্রি, প্যালেস্টাইন', 'ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রী' স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ড প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ।
তাওহীদুল হক চৌধুরী বলেন, 'পবিত্র রমজানে সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, বরং যুদ্ধাপরাধ করেছে।'
তিনি আরও বলেন, 'এসব করে দখলদার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না। বরং ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। গাজা ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে।'
ইসরায়েলকে সন্ত্রাসী ও দখলদার উল্লেখ করে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, আরব লীগ, ওআইসি, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান বলেন, 'আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। যারা যুগ যুগ ধরে আমেরিকার মদদে ফিলিস্তিনে হাজারো মুসলিমকে হত্যা করছে, তাদের বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিবাদ করে যাবো। মুসলিম বিশ্বের কাছে আহ্বান, আপনারা সোচ্চার হোন। ফিলিস্তিনকে রক্ষা করুন।'
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এডভোকেট আশরাফুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি পেয়ার আহম্মেদ পেয়ারু, পৌরসভার সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা রায়হান উদ্দিন, জামায়েতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল হুদা, নকীব সামাজিক সংগঠনের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সেক্রেটারি রাফিদুল ইসলাম রাফি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড পৌর শাখার সভাপতি এসানুল হক জুবায়ের, ছাত্র প্রতিনিধি আসাদুজ্জামান, ইমরান হোসেন রানাসহ প্রমুখ।
রাকিব