
ছবি: সংগৃহীত
সংস্কার কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক সংলাপ হয়েছে। আজ শনিবার (২২ মার্চ) সকালে বৈঠকে বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেয়ার দাবি জানায় খেলাফত আর লেবার পার্টির দাবি, আওয়ামী লীগসহ জাতীয় পার্টিকে নিষিদ্ধের।
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে প্রথমে সংলাপে অংশ নেয় খেলাফত মজলিস। প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে দলটির মহাসচিব জানান, ১৬৬টি সুপারিশের মধ্যে ১৪০টিতে একমত হয়েছেন তারা।
এসময় বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দাবি জানায় খেলাফত মসলিশ। দলটির মহাসচিব বলেন, 'আমরা বলছি, ফ্যাসিবাদ এবং এর দোসরদের আগামী নির্বাচনে আসার সুযোগ নাই।'
পরে সংলাপে অংশ নেয় লেবার পার্টি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে গুরুত্ব দেয় দলটি। তাদের দাবি, আওয়ামী লীগসহ জাতীয় পার্টিকে নিষিদ্ধের।
দলের শীর্ষস্থানীয় এক নেতা বলেন, 'আমরা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই। আমরা চাই, শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি, তারাও সমানভাবে দোষী।'
দ্রুততম সময়ের মধ্যে আলাপ-আলোচনার মধ্য দিয়ে সংস্কার বিষয়ে ঐক্যে পৌঁছানোর আশা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। তিনি বলেন, 'অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা অব্যাহত থাকবে এবং আশা করি, এর মধ্য দিয়ে স্বল্পতম সময়ের মধ্য আমরা এক জায়গায় আসতে পারব।'
সূত্র: https://www.youtube.com/watch?v=1GqPoaHEfE0
রাকিব