ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

বয়ফ্রেন্ডের টাকায় কেনাকাটা করি, রিলেশন টিকিয়ে রাখতে প্রতিদিন আইফোন লাগবে

প্রকাশিত: ১৭:৩০, ২২ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৩০, ২২ মার্চ ২০২৫

বয়ফ্রেন্ডের টাকায় কেনাকাটা করি, রিলেশন টিকিয়ে রাখতে প্রতিদিন আইফোন লাগবে

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজানের ঈদকে সামনে রেখে কেনাকাটার ধুম পড়েছে রাজধানীসহ দেশের সব দোকন  ও শপিং মল গুলোতে।কেনাকাটা করার জন্য এসেছে তরুণ-তরুণীরা। কেমন হলো ঈদ কেনাকাটা সংবাদিকের এমন প্রশ্নে এক তরুণী জানায়,  

আমি আমার নিজের টাকায় কোন কিছুই কেনাকাটা করি না আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায়।

 ‘আমি তো দেখতে শুনতে মাশাল্লাহ ’। আজকে শপিং করতে ৫০০০০ হাজার টাকা নিয়ে আসছি তো কালকেও এক লাখ টাকা আমাকে পাঠাইছে আমার লন্ডন প্রবাসী বয়ফেন্ড।ওনার সাথে আমার ১ বছরের রিলেশন। তিনি আরও বলেন,আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন ১৬ প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করব।

কত টাকা বাজেট এবার কেনাকাটা করবেন সাংবাদিকের এমন প্রশ্নে তরুণী বলেন , আমি সেদিনও বসুন্ধরা থেকে শপিং করে আসছি এখন দেখি এখনো তো অনেকদিন বাকি আছে আমি কেনাকাটা করবো আরো অনেক কিছু, আজকে আসছি আপুকে নিয়ে, আপুর বেবিকে নিয়ে।

তিনি বলেন  ‘যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি, জাস্ট এক সপ্তাহের বেশি রিলেশন টিকে না এর কারণ আমি জানিনা’।হয়তো বাজেট বেশি তাই।

তরুণী জানায়,সোশ্যাল মিডিয়াতে আমাকে মোটামুটি ভালোই চেনে সবাই।এখন বয়ফ্রেন্ড তো আমার একটা না । সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেয়, মানে প্রপোজ করে রিলেশন করার জন্য। কিন্তু আমাকে যারা আইফোন দিবে, পার ডে আমাকে ১৬ প্রো ম্যাক্স দিবে,শপিং করার বাজেট দিবে তাহলে আমি রিলেশন করব আর কন্টিনিউ এক সপ্তাহ তার বেশি আমি রিলেশন করি না কারো সাথে।

 

মেহেদী হাসান

×