ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

সারজিস আলম

আন্দোলনে সক্রিয় আওয়ামী কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে

প্রকাশিত: ১৬:২৯, ২২ মার্চ ২০২৫

আন্দোলনে সক্রিয় আওয়ামী কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে

ছবি: সংগৃহীত

যারা আন্দোলনের সময় ধ্বংসযজ্ঞে অংশগ্রহণ করেছিল তারাই এখন আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করছে। এদের কেউ নিরপরাধ নয় এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারকে আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ ২২ মার্চ (শনিবার) একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, যদি রাজনৈতিক দলগুলো যতটুকু সহযোগিতা করতে পারে, ততটুকু সহযোগিতা করে তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা সম্ভব।

গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হঠাৎ করে ছোট ছোট ঝটিকা মিছিল করছেন। এসব মিছিল সাধারণত কয়েক সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।

বেশিরভাগ ক্ষেত্রেই তারা দ্রুত মিছিল করে সরে যাওয়ার চেষ্টা করেন, তবে কিছু এলাকায় সাধারণ জনগণের প্রতিক্রিয়া উল্টো দেখা গেছে। বিশেষ করে এক এলাকায় মিছিলরত নেতাকর্মীরা জনগণের হাতে ধরা পড়েন এবং তাদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সাধারণ মানুষের দীর্ঘদিনের অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে কিছু স্থানে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ফারুক

×