ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

মসলার বাজারে অস্থিরতা, দাম আকাশছোঁয়া

প্রকাশিত: ১৬:১৭, ২২ মার্চ ২০২৫; আপডেট: ১৬:২১, ২২ মার্চ ২০২৫

মসলার বাজারে অস্থিরতা, দাম আকাশছোঁয়া

ছবি: সংগৃহীত

মাহে রমজানকে সামনে রেখে রাজধানীর বাজার গুলোতে নিত্য পণ্যের দামে তুলনামূলক স্বস্তি মিলেছে ক্রেতাদের মাঝে।মাসের শেষ দিকে এসে দাম কমলো ডাল শস্যের।

কারওয়ান বাজারর খুচরা বিক্রেতারা জানিয়েছে, সপ্তাহান্তে মসুর ডল কেজিতে ১০ টাকা কমেছে। এক সপ্তাহ আগে যা ছিল ১৪০ টাকা কেজি। মাসের শুরুতে বিক্রি হওয়া মুগ ডাল বিক্রি হচ্ছে ২০ টাকা কমে ১৪০ টাকা কেজি ধরে।এছাড়াও বাজারে কমেছে বুট,ছোলা,বেসনের দাম।

এদিকে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের,লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৭৫ টাকা,(২০০) গ্রামের লাচ্চা সেমাই পাওয়া যাচ্ছে ৪৫ টাকায় এবং চিনি বিক্রি হচ্ছে কেজিতে ১২০ টাকা।

তবে,অস্থিরতা বিরাজ করছে মসলার বাজারে। দুই সপ্তাহ আগে ৪ হাজার ৮০০ টাকা কেজিতে বিক্রি হওয়া এলাচ বিক্রি হচ্ছে (৫২০০ থেকে ৬০০০)টাকা পর্যন্ত।উর্ধ্বমুখী লবঙ্গ,দারচিনি,জিরা,কাঠবাদাম সহ বিভিন্ন বাদামের দাম।

মেহেদী হাসান

×